শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মীর জাহিদ হোসেন আর নেই

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মীর জাহিদ হোসেন (৭৯) বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালপুস্থ নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। তিনি এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সেরাজুল ইসলাম ও এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়