বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে ১১০ তম মহা পবিত্র ওরসের প্রস্তুতি সম্পন্ন : ওরস শুরু ৩ জানুয়ারি

আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত এনায়েতপুর পাক দরবার শরীফের ১১০তম পরম মহা পবিত্র ওরস শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন, শেষ মুহূর্তের কাজে ব্যতিব্যস্ত সেচ্ছাসেবক ও আয়োজক কমিটি। উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক, ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর ১১০তম ওরস শরীফ আগামী শুক্রবার (৩ জানুয়ারি) থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। জানা যায়, খাজা ইউনুস আলীর পূর্বপুরুষগণ এসেছেন ইয়েমেন থেকে। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন ঘটে। অবিভক্ত ভারতের অন্যতম ধর্ম প্রচারক তৎকালীন কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের পীর খাজা ওয়াজেদ আলী-র সংস্পর্শে আসেন খাজা ইউনুছ আলী। আদর্শিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অগাধ ভালবাসা ও নির্লোভ গুণের কারণে খুব স্বল্প সময়ে খাজা ইউনুছ আলী এনায়েতপুরী গুরু খাজা ওয়াজেদ আলীর তরিকা লাভ করেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি ইসলাম ও সুফীবাদের দর্শন ভারতের আসামসহ সারা বাংলায় প্রচারে খেলাফত প্রাপ্ত হন। এরপর নিজ ভূমিতে ফিরে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে শুরু করেন ইসলাম প্রচার এবং আদর্শের সুফী বাদের বিস্তার কাজ শুরু করেন। তিনি ইসলামের মর্মবাণী-তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবা মুলক কাজেও অবদান রেখেছিলেন। এরপর তার অনুসারীদের পরামর্শক্রমে এনায়েতপুর দরবারে ১৯১৫ সাল থেকে শুরু করেন ওরস শরীফ। এতে সারা দেশ থেকেই তার ভক্ত মুরিদরা এখানে সমবেত হতে থাকেন যা ধীরে-ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রুপ নেয়। আগামী রবিবার (৫ জানুয়ারি) সকাল দশ ঘটিকায় খাজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর ৩য় সাহেবজাদা ও “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন খাজা শাহ্ মোঃ কামাল উদ্দিন নুহু মিয়ার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে পবিত্র ওরশের সমাপ্তি ঘটবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়