উজ্জ্বল অধিকারী: আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎযাপন নিরাপদ করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মন্ডপ গুলো পাহাড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে খামারগ্রাম কালী মন্দির চত্বরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তবে এ ঘোষনা দেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা।
এসময় তিনি আরও বলেন, বিগত সরকারের শাসন আমলে নিজেরাই মন্দির ও প্রতীমা ভেঙ্গে জামায়াত-বিএনপিকে মামলা দিয়ে হয়রানি করেছে। যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তাই সনাতন ধর্মালম্বীদের নিরাপত্ত¡ায় থানা এলাকার ৩২টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সুশঙ্খল এবং চাঁদাবাজি মুক্ত ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য জামায়াতের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।
মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মধু সুধন কর্মকার ও বিচিত্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.