প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ
এনায়েতপুরে জসনে জুলুছের র্যালি
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুছের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের ৩নং গেইট এলাকা থেকে এক বিশাল র্যালি এনায়েতপুর পুরাতন বাজার, কেজি মোড় প্রেসক্লাব চত্বর, মন্ডলপাড়া, নতুন হাটখোলা, হসপিটাল সড়ক প্রদক্ষিণ শেষে দরবার শরীফে গিয়ে শেষ হয়।
পরে মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল।
এ সময় উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এম. হায়দার হোসেন, এনায়েতপুর দরবার শরীফের মোজাদ্দেদীয়া আনসার কমান্ডার মোহাম্মদ আনিছুর রহমান, গোলাম মোর্শেদ মনি ও জুলফিকার আলী শামিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.