সংবাদের আলো ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় সাগর ইসলাম (২২) ও নূপুর আক্তার (১৯) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকা থেকে মরদেহ দু'টি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর।
ওসি (তদন্ত) জানান, গত দুই মাস আগে এই দম্পতি মাস্টারবাড়ি এলাকায় একটি বাসা ভাড়া নেন। আজ প্রতিবেশীরা তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। হয়তো পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.