উল্লাপাড়ায় সড়ক মেরামতের কাজে অনিয়মঃ-বন্ধ করে দিলেন জনতা
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা মেরামত কাজে অনিয়ম হওয়ায় বন্ধ করে দিলেন স্থানীয় জনতা। উপজেলার লাহিড়ী মোহনপুর থেকে কালিয়াকৈর মোট সাড়ে ৪ কিলোমিটার সাবমার্সিবল রাস্তা মেরামতের কাজ পায় ঢাকার কনস্ট্রাকশন কোম্পানি মোসার্স কিংডম বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান । স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এলজিইডি) এর অর্থায়নে এই কাজ এর ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। রবিবার বেলা ১২ টার দিকে কালিয়াকৈর বাজারের পাশে রাস্তা ঢালাইয়ের আগে অনিয়ম দেখায় স্থানীয় জনতা কাজটি বন্ধ করে দেয়। স্থানীয় সূত্রে জানা যায় রাস্তাটির ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা থাকলেও ৩ কোম্পানির সিমেন্টের ব্যবহার ও সিমেন্টের গায়ে মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকায় স্থানীয় জনতার বাঁধার মুখে কাজটি বন্ধ হয়ে যায়। কালকৈর গ্রামের রতম মিয়া অভিযোগ করেন ৩ কোম্পানির সিমেন্ট ব্যবহার,সিমেন্টের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় এবং মরিচা ধরা জিআই তারের নেট ব্যবহার করায় স্থানীয় জনতা ঢালাই কাজ বন্ধ করে দিয়েছে। তারা অভিযোগ করেন এই রাস্তায় ইঞ্জিনিয়ার থাকা অবস্থায় নিম্নমানের কাজ করার চেষ্টা করছিল, স্থানীয়দের বাধায় কাজটি বন্ধ হয়ে যায়। তাদের দাবি সিডিউল অনুযায়ী কাজ করা হোক। মোসার্স কিংডম বিল্ডাস ঠিকাদারী প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হোসেন জানান সিমেন্ট নিম্নমানের হাওয়ায় কাজটি বন্ধ করে দিয়েছেন। ভালো সিমেন্ট দিয়ে পরবর্তী কাজটি শুরু করবেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ হাসান বলেন তিনটি কোম্পানির সিমেন্ট ব্যবহার করা যাবে না। আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিয়ম পেয়েছি এজন্য কাজ বন্ধ করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।