উল্লাপাড়ায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রায়হান আলী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম শাখাওয়াত হোসেন ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টেক্স ভিউ ডিজাইন বিডি লিমিটেড এর অর্থায়নে উপজেলার পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন টাঙ্গাইল নাগরপুর ভলিবল একাদশ ও বগুড়া শাহজাহানপুর ভলিবল একাদশ।জাতীয় সংগীতের মাধ্যমে খেলার উদ্বোধন করেন টেক্স ভিউ ডিজাইন বিডি লিমিটেড এর নির্বাহী পরিচালক ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, বড়হর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাবু,খেলার আহ্বায়ক বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডু। খেলা পরিচালনা করেন বিজয় বাংলা ভলিবল ক্লাব ও অটো গ্রুপ। ৬০ পয়েন্টের খেলায় বিজয়ী হয়েছে টাঙ্গাইল ভলিবল একাদশ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।