উল্লাপাড়ায় ব্যতিক্রম ফুটবল খেলা অনুষ্ঠিত !
উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের ০৭ ওয়ার্ড স্থানীয়দের আয়োজনে ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল এই স্লোগান কে সামনে রেখে বীরমুক্তিযোদ্ধা, বযস্ক, যুবকদের সাথে ফুটবল খেলার আয়োজন করা হয়। লাঙ্গল বাহিনী বনাম কোদাল বাহিনী এই দুইটি দল অংশ গ্রহণ করেন এসময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উল্লাপাড়া -সলঙ্গা থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার শওকত ওসমান, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অত্র গ্রামের মুক্তিযোদ্ধা, বয়স্ক, যুবক সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এসময় ষাটোর্ধ এক ব্যাক্তি বলেন, অনেক সুন্দর একটা ফুটবল খেলা হয়েছে আমার অনেক ভালো লেগেছে। এসময় সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান সংবাদের আলোকে বলে, মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজ ও মুরুব্বি দের ঐক্য বদ্ধ করতে আগামী তে এর চেয়ে ভালো ফুটবল খেলা আয়োজন করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।