উল্লাপাড়ায় তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2024/12/462648544_1005732224915664_6297828557766710135_n.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রায়হান আলীঃ সোমবার উল্লাপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। ভোরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের সূত্রপাত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, সরকারি বেসরকারি অফিস, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচী এবং ৩দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। এসময় সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক খায়রুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান, মাসুম আনাম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনের অপর কর্মসূচীর মধ্য রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় মেলায় দেশীয় চারুকারু পণ্যের কয়েকটি স্টলসহ মোট ২০টি স্টল স্থান পেয়েছে। সকাল থেকেই এসব স্টলে দর্শনার্থীরা ভিড় করছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।