উল্লাপাড়া প্রতিনিধি: বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন এর নেতৃত্বে দল গোছাতে ব্যস্ত উল্লাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পুলিশের হয়রানির ভয়ে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকান্ড গোপনে পরিচালনা করলেও বর্তমানে প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকার পতনের পর তাদের রাজনৈতিক কর্মকান্ডে কোন বাধানিষেধ নেই।
উপজেলার প্রতিটি দলীয় কর্মকান্ড সরকারি প্রোগ্রামে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এরা। উল্লাপাড়ার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে তাদের বিচরণ লক্ষ করা গেছে। বিগত আওয়ামী লীগের সময়ে উল্লাপাড়ায় রাজনৈতিক মামলায় শিকার সংগঠনটির প্রায় আড়াই হাজার নেতাকর্মী। এই প্রতিটি মামলা ছিলো রাজনৈতিক পুলিশ বাদী মিথ্যা এবং হয়রানি মূলক৷ দীর্ঘদিন মামলা চললেও এই শতাধিক মামলার একটিরও বিচার কার্য শেষ করতে পারেনি আদালত।
কাউকে দোষী প্রমাণ করা যায়নি। কিন্তু এই মামলা গুলোতে কারাভোগ করেছে ১৫ শতাধিক নেতাকর্মী। অনেকেই পুলিশের হয়রানির ভয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বা বিদেশে চলে যান। যাদের কে অভিযুক্ত এবং মামলার বিবরণে যা বলা হয়েছে সংগঠনটির দাবি এটি মিথ্যা এবং সাজানো ঘটনা। বিগত সময়ে রাজনৈতিক অস্থিরতা পুলিশের সাথে সংঘর্ষ বিএনপি অনেক নেতাকর্মী সমর্থক আহত হয়েছে।
বিএনপির রাজনৈতিক সংশ্লিষ্ট অন্তত ৫ শতাধিক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে। শতঘাত প্রতিঘাত পেরিয়ে আবারও নতুন দিগন্তের সূচনা করতে কাজ করে যাচ্ছে উল্লাপাড়া উপজেলা বিএনপি। বিগত সময়ে বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে রয়েছে বিএনপির আধিপত্য।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আজাদ হোসেন জানান তার নামে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক মামলা রয়েছে ৬০ টির বেশি,এই মামলা গুলোতে ১৭ বার কারাভোগ করেছেন। তার পরিবারের সকল সদস্যদের নামে রাজনৈতিক মিথ্যা মামলা রয়েছে। বিএনপি নেতা আজাদ হোসেন আরো জানান বিগত সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লাপাড়ায় অন্ততঃ আড়াই হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা রয়েছে, কারাভোগ করেছে পনের শতাধিক। বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত এই উপজেলায় সকল নেতাকর্মীদের নিয়ে আজাদ হোসেন কাজ করে যাচ্ছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.