রায়হান আলীঃ মঙ্গলবার রাতে উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর মহল্লায় আদর্শগ্রামে আগুন লেগে ১০টি বাড়ি পুড়ে গেছে। এসব বাড়ির লোকজন তাদের ঘর থেকে কোন জিনিসপত্র বের করতে পারেননি। প্রায় ৩ ঘন্টা ধরে চলা এই আগুনে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা, মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ১১টার দিকে আগুণ নিয়ন্ত্রনে আনে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে নিঃস্ব পরিবারগুলোকে খাবার এবং কম্বল প্রদান করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মালা খাতুনের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পার্শ্ববর্তী নুরাল প্রামনিক, আনজানি খাতুন, রহিমা খাতুন, সবুজ মিয়া, জয়নাল আলী, আব্দুস সাত্তার, খুকি খাতুন ও বালা খাতুনের বাড়িতে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ১০টি বাড়ির মধ্যে একটি বাড়িতে কেউ ছিল না। ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা মোট ৯টি। এ সময় স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনে। পুড়ে যাওয়া পরিবারগুলো তাদের ঘর থেকে কিছুই রক্ষা করতে পারেননি। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, অগ্নিকান্ডে তাদের সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। এরা নতুন করে তাদের ঘর বাড়ি নির্মান করে দেবার জন্য সরকারের প্রতি আবেদন জানান। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, তিনি রাতে পুড়ে যাওয়া পরিবারগুলোর মধ্যে খাবার ও কম্বল বিতরণ করছেন। আদর্শগ্রামের এসব ঘর-বাড়ি সরকার থেকে করে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া বাড়ি ঘর নতুন করে তৈরি করে দেওয়ার ব্যাপারে তিনি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবেন। অগ্নিকান্ডের পর সাবেক ডিআইজি খান সাইদ হাসান, উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমীর শাজাহান আলী এবং সাবেক পৌর মেয়র বিএনপি নেতা বেলাল হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহযোগিতার আশ্বাস দেন তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.