আজিজুর রহমান মুন্না: উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ৫০ জনগোষ্ঠীর সুফলভোগী জনপরিবারে ৩ টি করে ১৫০ টি ভেড়া বিতরণ করা হয়েছে।
উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে শুক্রবার (৯ জুন-২০২৩) সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠান শেষ উক্ত ভেড়া বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এতে সভাপতিত্ব করেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন। স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার দেবনাথ।
এসময়ে উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর উজ্জ্বল হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, ভেটেনারি সার্জন ডাঃ মোঃ শামীম হোসেন সহ অন্যান্য কর্মকর্তা এবং সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.