স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। শফিকুল ইসলাম শফির গণসংযোগ, নির্বাচনী সভায় সর্বস্তরের জনতার ঢল বেশ লক্ষ করার মত।
বৃহস্পতিবার বিকেল ৩ টার সময় লাহিড়ী-মোহনপুর বাজার মাঠে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রার্থী বীর মুক্তিযুদ্ধো শফিকুল ইসলাম শফি।এসময় তিনি নৌকা প্রতীককে ভোট প্রার্থনা করেন। এর আগে মিছিল স্লোগানে মুখরিত করে দলের বিভিন্ন নেতাকর্মীরা সমবেত হন জনসভা স্থলে।
জনসভায় সিরাজগঞ্জ‐৪ আসনের জনপ্রিয় নেতা শফিকুল ইসলাম শফিকে কাছে পেয়ে জনতা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
উক্ত জনসভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব সরোয়ার বকুল,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক আরিফ বিনহাবিব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান।উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহসান আলী সরকার,মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহকারী দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি শাহীন মাহমুদ সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.