মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুর পৌরসভায় প্রশাসকের দায়িত্ব গ্রহণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. পূবন আখতার।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় তিনি পৌরসভায় যোগদান করেন। বিদায়ী মেয়র মামুন সরকার মিঠু উপস্থিত না থাকায় নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলমের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পরে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিকসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়