উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: উলিপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবসপালিত হয়। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে এই দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উলিপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০২নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়ার সঞ্চালনা ও সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিত্যানন্দ বর্মন,
সাব- ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হোসেন, মোঃ মাহফিল হক, মো:মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, সমবায়ে বিশেষ অবদানের জন্য সমবায় ৬টি সমিতিকে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.