উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য দূরীকরণ সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকবৃন্দের হয়রানি বন্ধ চাকরি জাতীয়করণ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রের সমাজ পরিকাঠামোর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ।শিক্ষা কারো সুযোগ হবে না, শিক্ষা হবে অধিকার ,শিক্ষা হবে সর্বজনীন। প্রাথমিক শিক্ষা শুধু মৌলিক শিক্ষার ভিত্তি রচনা করেনা ।মানব সম্পদ তৈরি করে না ।অন্যদিকে উচ্চশিক্ষা যোগ্য ও পেশাদার মানুষ তৈরি করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত জনসম্পদে পরিণত হয় এবং দেশ ও বিদেশের কর্ম ক্ষেত্রে সুনামের সাথে দায়িত্ব পালন করে। স্মারকলিপিতে সম্মিলিত শিক্ষক পরিষদ বলেন বিগত টেস্টি সরকারের শিক্ষামন্ত্রী ঘসেটি বেগম এর ভূমিকায় অবতীর্ণ হয়ে ইতিহাসের আস্তাকুড়ে পতিত হয়েছে ফুর্তি স্তরে বা ক্লাবে শস্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক।
মানববন্ধনে প্রধান বক্তব্য হিসেবে বক্তব্য রাখেন ,উলিপুর বহুমুখী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালার চর নাসিরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোবাশ্বের রাশিদীন, নূরের শহর আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহতাব উদ্দিন, উলিপুর মহিলা কলেজের অধ্যাপক আবুল হোসেন, উমানন্দ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ও শ্যামল চন্দ্রসহ আরো অনেকে। সময় প্রধান বক্তা শফিকুর রহমান বলেন আমাদের শিক্ষা ব্যবস্থা নানামুখী সমস্যায় জর্জরিত। মাধ্যমিক স্কুল মাদ্রাসা সরকারি বেসরকারি ইত্যাদি নানাবিধ প্রতিষ্ঠান হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্য অত্যন্ত প্রকট।
তাই আমাদের প্রাণের দাবি, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী করে ঢেলে সাজানোর জন্য দ্রুত গ্রহণযোগ্য শিক্ষাবান্ধব ব্যক্তিদের নিয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করার দাবী সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি । মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও মাননীয় সিনিয়র সচিব ,শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.