উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশে ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে অভাবনীয় এক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে স্কুল চালুর সিদ্ধান্ত নেয় বসুন্ধরা শুভসংঘ। গতকাল সোমবার বেলা ৩টায় ব্রহ্মপুত্র নদ বেষ্ঠিত উপজেলার দুর্গম চরাঞ্চল বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গারকুঠিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের উদ্বোধন করা হয়। স্কুলটি উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমির হোসেন।
শুভসংঘের উপজেলা শাখার সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালের কণ্ঠর প্রতিনিধি ও শুভসংঘের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মানু, উপদেষ্টা সাজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম করিম, সহ-সভাপতি আইনুল ইসলাম, স্বাস্থ্য সহকারী বি.এম আব্দুল ওহাব শাহ্, সাংবাদিক আব্দুল মালেক, অভিভাবক হায়দার আলী।
এ সময় বক্তরা বলেন, দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা সব সময় অসহায় পাশে মানুষের পাশে রয়েছে। শীত কিংবা বন্যায় প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে সাহায্যের হাত বাড়ি দেয় বসুন্ধরা গ্রুপ। এবার ঝড়ে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে মহৎ উদ্যোগ নিয়েছেন তারা। আমরা বিশ্বাস করি এই চরে আর একটি শিশুও সুশিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে কুড়িগ্রাম তথা উলিপুরের মুখ উজ্জল করবে। নিভৃত পল্লীতে বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। উদ্ধোধনী অনুষ্ঠানে শুভসংঘ উপজেলা শাখার সদস্যরা ও স্থানীয় অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.