বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া।

হাতিয়া ইউনিয়নের ৬ হাজার ৮শ’ ৭৪ জন মানুষের মাঝে ১০ কেজি করে ৬৮.৭৪০ মে. টন চাল বিতরণ করা হবে। চাল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার লোকমান হোসেন, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল লতিফ, সাইফুর রহমান, আব্দুর রব, ইউপি সচিব হারুন অর রশিদ ও হিসাব সহকারী আনোয়ার পারভেজ প্রমুখ।

এদিকে উলিপুর পৌরসভায় শনিবার (৬ এপ্রিল) সকালে ৩ হাজার ৮১জন মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। চাল বিতরনের উদ্বোধন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা ও পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়