উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: তীব্র শীতে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল হাতে পেয়ে জাহানারা, সাহিদা, আকলিমাসহ অনেকেই জানান- হামরা চরোত থাকি, খুব ঠান্ডা নাগে, এ্যাতি কাইয়ো আইসে না বাহে। তোমরায় প্রত্তম(প্রথম) হামাক কম্বলখেন দিলেন। হামরা মেলা খুঁশি হইনো বাহে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তামবিরুল ইসলাম, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।