খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর ) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম , এস আই শাহ আলম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ জানান, উপজেলার একটি পৌরসভাসহ মোট ১৩ টি ইউনিয়নের ৩৩৮টি কেন্দ্রে ৬থেকে ১১মাসের ৭হাজার ৪৯জন শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাসের ৫৫ হাজার ৬শত ৩৮জনকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিত ভাবে বছরে ২ বার ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে।
ফলে বর্তমানে ভিটামিন 'এ' এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকাংশে কমে গেছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমে গেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.