শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে এমজেএসকেএস শীতবস্ত্র বিতরণ 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজলার ৩টি ইউনিয়নে ১হাজার ১০টি পরিবার‌ের মাঝ‌ে শীতবস্ত্র বিতরণ করেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজে এসকে এস ), সেভ দ্য চিলড্রন এর সহায়তায় ২২ ও ২৩ জানুয়ারী ২০২৫ তারিখ বুড়াবুড়ি, হাতিয়া ও থেতরাই ইউনিয়নের  শীতার্ত অতিদরিদ্র পরিবারের মাঝে পরিবার প্রতি কম্বল-২টি, শিশুদের সোয়েটার-২টি, নারীদ‌ের জন্য চাদর-১টি বিতরণ করা হয়ে‌ছে। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন  উপজলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), জনাব কাজী মাহমুদুর রহমান,  সেভ দ্য চিলড্রেন এর প্রতিনিধি  মোঃ সারোয়ার হোসাইন ও  মোঃ তাজমুল ইসলাম,এমজ‌েএসক‌েএস এর উপ-পরিচালক শ্যামল চদ্র সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চ‌েয়ারম্যান, প্যানেল চ‌েয়ারম্যান ও সদস্যবৃন্দ । উপজেলা নির্বাহী অফিসার  বলেন এই মানবিক সহায়তা চলমান তীব্র শীতে অতি দরিদ্র মানুষদের অতুলনীয় উপকার করব‌ে। তিনি দাতা সংস্থা  ও এমজেএসক‌েএস-ক‌ে ধন্যবাদ জানান এবং আরা‌ও ব‌েশি সংখ্যক মানুষের সাহায্যার্থে এগিয় আসার আহবান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়