প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ
উলিপুরে ইএসডিও-সীত্স কর্মসুচি প্রকল্প অবহিতকরন সভা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Socio Economic Empowerment with Dignity and Sustainability-SEEDS কর্মসূচির উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা বৃহস্পতিবার (১৬ মে) কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় উলিপুর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের প্রথম পর্যায়ের কমিউনিটির প্রতিনিধিসহ ইএসডিওর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি ব্যবস্থাপক মোঃআনোয়ার হোসেন কর্মসূচি সম্পর্কিত পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন এবং বিগত দিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন যা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে। অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান সব পর্যায়ের কর্মকর্তাদের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার পরামর্শ প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রমের অগ্রগতির ধারা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন যা দেশের উন্নয়নে অবদান রাখবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছকিনা বেগম,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর হক। অতিরিক্ত কৃষি অফিসার আফরোজা পারভীন রিফা , বজরা ইউপি চেয়ারম্যান মো. আব্দুর কাইয়ুম সদ্দার, গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান , তবকপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান, ইএসডিওর উপজেলা সমন্বয়কারী বিভাংশু মোহন রায় প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.