উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে অডিটরিয়ম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুুদুর রহমান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট কর্মকর্তা জাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি গনেশ দত্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ।জানা গেছে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার ৯৮টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এসব মন্দির কমিটির সভাপতিকে সরকারের পক্ষ থেকে ৫শ কেজি করে চাল দেয়া হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.