শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে আশিক বাবুর কবর জিয়ারত করলেন ছাত্রদলের নেতারা 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ছাত্র আন্দোলনে নিহত আশিক বাবুর কবর জিয়ারত করেছেন ছাত্রদলের নেতারা। শুক্রবার (৬ সেপ্টম্বর) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামে নিহত আশিকের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত ও কবর জিয়ারত করেন নেতারা।

শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আমিমুল ইহসান,সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল,উলিপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল,যুগ্ম-আহ্বায়ক রমজান আলী কবির,যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান লিখন,যুগ্ম-আহ্বায়ক রাজিবুল হাসান রিয়াদ,বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের শামীম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি আখের খন্দকার,সাধারণ সম্পাদক মিলজার রহমান লায়ন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক আবু রায়হান সহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন ওলামা দলের সভাপতি আব্দুস সামাদ আজাদী।

উল্লেখ্য, কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট কুড়িগ্রাম শহরে সংঘর্ষ শুরু হলে আহত হন আশিক বাবু। এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ১ সেপ্টেম্বর দুপুরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। পরদিন তাকে বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা দাফন করা হয়। নিহত আশিক বাবু বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের চাদ মিয়ার ছেলে। তিনি পাঁচপীর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়