উলিপুররে ১ দফা দাবি আদায়ে নার্সদের ৩ ঘণ্টা কর্মবিরতি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় একদফা দাবিতে কুড়িগ্রামের উলিপুরে কর্মবিরতি পালন করছেন কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উলিপুর শাখার সদস্যবৃন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি যাওয়া নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উলিপুর শাখার সদস্যরা এ সময় বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পদ থেকে প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার থেকে অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সদের পদায়নের ১ দফা দাবিতে আমাদের এই কর্মবিরতি পালিত হচ্ছে।
আজকে আমরা শান্তিপূর্ণভাবে তিন ঘন্টা কর্মবিরতি পালন করেছি। আমাদের যৌক্তিক দাবি না মানলে আগামীকালও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের যথারীতি কর্মসূচি পালন করা হবে।এদিকে কর্মবিরতি পালন করায় ভোগান্তির শিকার হচ্ছে সেবাগ্রহীতারা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।