রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

সংবাদের আলো ডেস্ক: গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় প্রথম ধাপে ইসরায়েলের কারাগার থেকে ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন। শনিবার (১৮ জানুয়ারি) ইসরায়েলের বিচার মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের বিচার মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহু সরকার তাদের কারাগারে থাকা ৭৩৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার অনুমোদন দিয়েছে। যদিও এর আগে মুক্তি দেয়া হবে এমন ৯৫ জন ফিলিস্তিনি বন্দির একটি তালিকা প্রকাশ করেছিল বিচার মন্ত্রণালয়। গত বুধবার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়া হয়। শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দেয়। পরের দিন শনিবার সকালে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা এই যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দেয়। ইসরায়েলি বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে পুরুষ, নারী ও শিশু থাকবে। তবে তাদের মুক্তি স্থানীয় সময় রোববার বিকেল ৪টার আগে হবে না। এর আগে এই মন্ত্রণালয় ৯৫ জন ফিলিস্তিনি বন্দির একটি তালিকা প্রকাশ করেছিল। তাদের বেশিরভাগই নারী ছিলেন। তাদের গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে মুক্তি দেয়া হবে। নতুন তালিকায় অন্যতম উল্লেখযোগ্য নাম হলো জাকারিয়া জুবেইদি। তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সশস্ত্র শাখার প্রধান। জুবেইদি ২০২১ সালে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে আরও পাঁচ ফিলিস্তিনির সঙ্গে পালিয়ে যান।এরপর থাকে ধরতে দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান পরিচালনা করে ইসরায়েল। এর মাধ্যমে তিনি ফিলিস্তিনিদের মধ্যে নায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।এ ছাড়া মুক্তি পেতে যাওয়া আরেকজন হলেন খালিদা জারার। তিনি একজন বামপন্থি ফিলিস্তিনি আইনপ্রণেতা। জারার ফিলিস্তিন লিবারেশন ফ্রন্টের একজন প্রধান সদস্য। ৬০ বছর বয়সী জারারকে গত ডিসেম্বরের শেষ দিকে পশ্চিম তীর থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন থেকে তাকে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, গাজায় হামাসের হাতে থাকা ৩৩ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব বন্দিকে মুক্তি দেবে। দুইজন হামাস-ঘনিষ্ঠ সূত্র এএফপিকে জানিয়েছে, প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দিদের মধ্যে তিনজন নারী সেনা রয়েছে। আগামীকাল রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার পথ খুলছে। এই চুক্তিটি তিন ধাপে কার্যকর হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়