উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তারা রাত–দিন পরিশ্রম করছেন। বন্যার তোড়ে রাস্তা–ঘাট ভেঙে যাওয়ায় তারা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না। রাজ্যজুড়ে ট্রেন চলাচলও স্বাভাবিক নেই। এদিকে স্থানীয়দের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আসাম পুলিশ ও জেলা প্রশাসন। তারা জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও প্রাণহানি এড়ানোর স্বার্থেই এ বিধিনিষেধ জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, আসামে আরও ভারী বর্ষণ হতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.