আলহাজ্ব আব্দুল আজিজ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা বৃত্তি পরীক্ষা
মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের “আলহাজ্ব আব্দুল আজিজ (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা বৃত্তি পরীক্ষা” মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা- দুপুর ১২টা পর্যন্ত দারুত তাজকিয়া ছিদ্দিকিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার ৫টি মাদ্রাসা ও ১টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণির ৪৮ জন মেধাবী শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এতে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, দারুত তাজকিয়া ছিদ্দিকিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আলম হোসাইন হানাফি, পরীক্ষা দায়িত্ব পালন করেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলাম। এ সময় শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. অবিদ মিয়া, সাংবাদিক মো. শওকত আলী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আগত অতিথিগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আলম হোসাইন হানাফি জানান, আগামী জানুয়ারি মাসে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।