শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

আরেকটি বাংলাদেশ-ভারত ফাইনাল কাল

সংবাদের আলো ডেস্ক:কদিন আগেই ভারতকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। এবার নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারতই। আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে মালয়েশিয়াতে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জেতা হয়নি বাংলাদেশের। বড় ব্যবধানেই হেরেছিল সুমাইয়া আক্তাররা। তবে এবার সে চ্যালেঞ্জ ছাপিয়ে জিততে চান সুমাইয়া, ‘ফাইনালে উঠে আমরা খুব আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন। নতুন একটি চ্যালেঞ্জ, আমরা সবাই চেষ্টা করব যেন আমাদের সর্বোচ্চটা দিতে পারি। আমাদের ব্যাটিং খুব ভালো আছে, তারা সব সময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কখনো হয়, কখনো হয় না।’নিজের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘ফাইনালে আমরা চেষ্টা করব আমাদের ব্যাটিং আরও উন্নত করার। আমরা চেষ্টা করব দেশের জন্য সেরাটা দিতে। ভারতের বিপক্ষে খেলা একটা চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জ আমরা সহজভাবে নিচ্ছি। দেখা যাক কি হয়, দিন শেষে ফল হবে। আমরা আশা রাখি আমরা ভালো কিছু করব।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়