সংবাদের আলো ডেস্ক: গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের দায়ের করা গাড়িতে আগুন দেওয়ার একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জন। সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
আইনজীবী ড. মো. সহিদুজ্জামান জানান, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে মাসে একটি বাসে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন জয়দেবপুর থানা পুলিশ এসআই সৈয়দ আবুল হোসেন। পরে ওই মামলা থেকে আরেকটি হত্যা চেষ্টার মামলা হয়।তিনি জানান, মামলায় তারেক রহমানের নাম যুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তাদের অব্যাহতি দিয়েছেন। এ নিয়ে গাজীপুরের মোট চারটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন তারেক রহমান।
আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের পিপি মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, এডিশনাল পিপি এরশাদ হোসেন এবং আসামিপক্ষে পক্ষের আইনজীবী ড. মো. সহিদুজ্জামান, ছিদ্দিকুর রহমান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2024 সংবাদের আলো. All rights reserved.