আম্বালা ফাউন্ডেশনের ঢাকা বিভাগের বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সংবাদের আলো ডেস্ক:মাঠ পর্যায়ে কাজ করা সাড়ে ৩ শতাধিক ক্রেডিট অফিসারদের নিয়ে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলন করেছে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর ধানমন্ডি গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে ঢাকা বিভাগ (০২) এর কর্মীদের নিয়ে এ সম্মেলন শুরু হয়ে বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বালা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, উপ-নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসাইন স্বাথী, হেড অব মাইক্রোফিন্যান্স এসকে হাসানুজ্জামান, উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু, সহকারি পরিচালক রাব্বি আলম মন্ডল, সহকারি পরিচালক রীপা খাতুন, সহকারি পরিচালক কাজী ফয়সাল ইসলাম, সহকারি পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, আম্বালা ফাউন্ডেশন সম্প্রতি দেশে প্রথম ডিজিটাল পাশবুক চালু করেছে। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ডিজিটাইজেশনের দিক থেকে সবার থেকে আম্বালা ফাউন্ডেশন এক ধাপ এগিয়ে রয়েছে। এজন্য আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফ সিকদারকে স্মার্ট টেকনোলজির অ্যাডভান্স মেন্টর হিসেবে আখ্যা দেন ফজলুল কাদের। এর আগে গত ০৭ ডিসেম্বর আম্বালা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের প্রায় ৪ শতাধিক ক্রেডিট অফিসারদের নিয়ে একই স্থানে দিনব্যাপি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র চেয়ারম্যান জাকির আহমেদ খান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।