মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গায় আমশড়া ফাজিল (স্নাতক) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক মো: আনোয়ার হোসেন এর পরিচালনায় আজ বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীরা কেরাত,হামদ,নাত, কবিতা আবৃতি, দৌড় প্রতিযোগিতা,বিস্কুট দৌড়, দড়ি লাফ,অভিভাবক ও বহিরাগতদের জন্য পাতিল ভাঙ্গা,ছাত্রছাত্রীদের বালিশ খেলা, চেয়ার খেলা,ডিসপ্লে তমকপদ ইমেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন গ্রামীণ খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো: মিজানুর রহমান,শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল আলিম,মাদ্রাসার দাতা সদস্য মোঃ নুরুল ইসলাম খোকন সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ। এছাড়াও গত বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য, লেখাপড়ায় মনোযোগী ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যে মাদ্রাসার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.