বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘আমরা সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চাই না’ : জামায়াতের আমির

সংবাদের আলো ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‌‘বৈষম্যহীন দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এটা আমাদের অঙ্গীকার। ন্যায্য স্বাধীনতা চাই। আমরা সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চাই না। যে স্বাধীনতা অপরের চরিত্র হরণ করে, মিথ্যা গুজব ছড়ায়, মানুষের বিরুদ্ধে হিংসা ছড়ায়- আমরা এমন রাজনীতি করতে চাই না।’ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলার নোমানী ময়দান মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা থেকে পড়ালেখা শিখে হন্যে হয়ে চাকরি খুঁজে বেড়াছে। শিক্ষা জীবন শেষ হলে যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি নিশ্চিত করা হবে। আমরা কাউকে ঘুষ দিই না, ঘুষ নিতেও দেব না। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, আমরা তাদের স্বপ্নকে ধূলিস্যাৎ হতে দেব না। মাগুরা জেলা জামায়াতে আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কৃষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন, গণঅধিকারের সভাপতি বরকতুল্লাহ, কৃষিবিদ গ্রুপের এম ডি ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা অ্যাড আজমতুউল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আমিন উদ্দিন আশিক।দেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের বিকল্প নাই: এদিকে বৃহস্পতিবার সকালে মাগুরায় জনসভায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে এক পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নাই। বিগত সাড়ে ১৫ বছর এ দেশের জনগণ জুলুমের স্বীকার হয়েছে।’ মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে পথসভায় ফরিদপুর জেলা আমির বদরুদ্দিন আহম্মদ, বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মধুখালী পৌর আমির, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় মধুখালী, বোয়ালমারী ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দিসহ আশপাশের এলাকার কয়েক শ জামায়াতের নেতাকর্মী সেখানে জড়ো হন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়