আটপাড়ার মনসুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন তানভীর হাসান খান কামাল
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার শুনই ইউনিয়নের মনসুরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২নং শুনই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামাল । রোববার বিকালে মনসুরপুর উচ্চ বিদ্যালয়ে অফিসে ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হোন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২নং শুনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উজ্জামান পান ৩ ভোট।
ভোট গ্রহণ ও গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান নির্বাচনের ফল ও নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, অফিসার ইনচার্জ ওসি তাওহীদুর রহমান, নির্বাচন পরিদর্শন করেন। নবনির্বাচিত সভাপতি তানভীর হাসান খান কামাল বলেন, তিনি মনসুরপুর উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।