আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা: প্রেস সচিব
সংবাদের আলো ডেস্ক:আওয়ামী সরকারের প্রেস উইংয়ের প্রধান কাজ ছিল সংবাদ প্রকাশে বাধা দেওয়া, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, “সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন খুবই গুরুত্বপূর্ণ। যারা অরিজিনাল কনটেন্ট তৈরি করেন, তাদের কপিরাইট সুরক্ষা দেওয়া প্রয়োজন। সাংবাদিকতা কোনো সস্তা পেশা নয়, এ পেশার যথাযথ মূল্যায়ন করা উচিত।”শফিকুল আলম ওয়েজ বোর্ড সিস্টেমকে ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ন্যূনতম বেতন কাঠামো চালু করার প্রস্তাব দেন। তিনি বলেন, “ন্যূনতম বেতন আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। যারা এই আইন মানবে না, তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো সাংবাদিকদের কম বেতনের জন্য দায়ী। সেগুলো উন্মোচন করা জরুরি।”সাংবাদিকদের একটি শক্তিশালী ও স্বাধীন ইউনিয়ন গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, “বর্তমান সরকার ইউনিয়নগুলোর সংস্কার এবং স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে ভবিষ্যতে কোনো সরকার যেন এই উদ্যোগকে বন্ধ করার চেষ্টা না করে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।” গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে সেগুলোর পুনরাবৃত্তি বন্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।