আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
সংবাদের আলো ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। জানা গেছে, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।অবস্থা গুরুতর হলেও এই অভিনেতা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা জানান, বড় ধরনের বিপদ এড়াতে আইসিইউতে তার চিকিৎসা চলছে। এখন তার অবস্থা অনেকটা ভালো। দুই এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। এদিকে আজ অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে অভিনেতা মুশফিক আর ফারহানের একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।