আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন: জয় সভাপতি জাকির সাধারণ সম্পাদক নির্বাচিত
মো: পারভেজ সরকার: সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সংবাদ পরিবেশন প্রচলিত আইন বিষয়ক প্রশিক্ষণ ও নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার মালশাপাড়া স্কাইভিউ রেস্টুরেন্টে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজনে নব-নির্বাচিত কমিটি পরিচিত সভার সভাপতিত্ব করেন রাজধানীটিভির চলনবিল প্রতিনিধি আব্দুল খালেক। দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠিত হয় কমিটিতে জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি পদে রাজধানী টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয় ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি জাকির হোসাইন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এছাড়াও সহ-সভাপতি কামারখন্দ উপজেলার রাজধানী টিভির চলনবিল প্রতিনিধি আব্দুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক কিউ টিভি বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক জাগরন টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো. দিল, অর্থ সম্পাদক কাজী টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, প্রচার সম্পাদক রাজধানী টিভি শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজধানী টিভি রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক জাগরনী টিভি সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি ওয়াসিম শেখ, দপ্তর সম্পাদক চ্যানেল ২৩ জেলা প্রতিনিধি রুবেল সরকার,নির্বাহী সদস্য পদে আশিক ইমরান, মো. হোসেন আলী (ছোট্ট),নূপুর কুমার রায় নির্বাচিত হয়।
পরে আইপি টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতা ও প্রচলিত আইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জাকিরুল ইসলাম সান্টু, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন, দৈনিক রাঙাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু , দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, দ্য ডেলী স্কাই প্রত্রিকার সম্পাদক ও প্রকাশ গোলাম মোস্তফা জীবন। এসময় সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন আইপিটি টেলিভিশনের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।