অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া
সংবাদের আলো ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারবেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ তথ্য জানান। তিনি বলেন, “খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার ২১ ডিসেম্বরের সমাবেশে উপস্থিত থাকার পরিকল্পনা বাতিল করা হয়েছে।” জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত জানান, বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর এই সমাবেশ আয়োজন করা হয়েছে। সমাবেশে বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া সাজামুক্ত হন। এরপর তিনি ৭ আগস্ট নয়াপল্টনে বিএনপির একটি সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘ প্রায় সাত বছর পর সশরীরে অংশ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছিলেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।