অবশেষে বিচ্ছেদ জোলি-পিটের
সংবাদের আলো ডেস্ক: প্রেম ও বিয়ে নিয়ে যেমন ছিলেন আলোচনায়, তেমনি বিচ্ছেদ নিয়েও আলোচনা তুঙ্গে ছিল এ জুটির। দীর্ঘ আট বছরের আইনি লড়াই। অবশেষে চূড়ান্ত বিচ্ছেদের পাট চুকালেন হলিউডের অন্যতম প্রভাবশালী প্রাক্তন জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিচ্ছেদের পাট চুকালেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। খবরটি জানিয়েছেন জোলির আইনজীবী জেমস সাইমন। তিনি জানান, সোমবার (৩০ ডিসেম্বর) চূড়ান্ত বিবাহবিচ্ছেদে স্বাক্ষর করেছেন জোলি ও পিট।পিপল ম্যাগাজিনকে জেমস বলেন, ‘আট বছরেরও বেশি আগে, মি. পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা। তিনি ও তার সন্তানেরা মি. পিটের সঙ্গে শেয়ার করা সমস্ত সম্পত্তি রেখে গেছেন এবং সেই সময় থেকে তিনি (জোলি) তার পরিবারের স্বস্তির দিকে মনোনিবেশ করেছেন।তিনি আরও বলেন, ‘এটি একটি দীর্ঘ চলমান প্রক্রিয়ার অংশ, যা আট বছর আগে শুরু হয়েছিল। সত্যি বলতে কী, অ্যাঞ্জেলিনা ক্লান্ত, কিন্তু একটি অধ্যায় মীমাংসা হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন।’২০১৬ সাল থেকে চলা আইনি লড়াই অবশেষে মীমাংসিত হয়েছে। মূলত সাত সন্তানের অভিভাবকত্ব কে নেবেন এই নিয়েই তিক্ত লড়াইটা শুরু হয়েছিল। ২০২১ সালে আদালত তাঁদের সন্তানের যৌথ অভিভাবকত্বের সিদ্ধান্ত দেন। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমা দিয়ে জোলি ও পিটের পরিচয়। পরবর্তী সময়ে প্রেম ও বিয়ে করেন। ভক্তদের কাছে তাঁরা পরিচিতি পেয়েছিলেন ‘ব্যাঞ্জেলিনা’ নামে। ব্র্যাড পিটের এটা ছিল দ্বিতীয় বিয়ে।জোলি আগে অভিনেতা বিলি বব থর্নটন এবং জনি লি মিলারকে বিয়ে করেছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।