সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

অধ্যক্ষ রশিদের ট্রাক প্রতীকের প্রচারণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে শেষ মুহুর্তে প্রচার প্রচারণা চালিয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।

অধ্যক্ষ আব্দুর রশিদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ৫ শতাধিক শিক্ষার্থীরা। এ সময় একটি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার সামনের প্রধান সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে আরামনগর বাজারে এক পথসভায় মিলিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শরীফ বলেন, “এলাকার রাস্তাঘাট-ব্রীজ-কালভার্ট উন্নয়ন, সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত স্মার্ট সরিষাবাড়ী ও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে শিল্প কারখানা স্থাপন করে প্রিন্সিপাল মোঃ আবদুর রশীদ বেকারমুক্ত সরিষাবাড়ী গড়বেন”।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষের শিক্ষার্থী মোঃ শরীফ হাসান বলেন” রশীদ স্যার নির্বাচিত হলে অবহেলিত সরিষাবাড়ীতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরিষাবাড়ীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।”

তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, স্যার একজন সৎ মানুষ- বিশিষ্ট শিক্ষাবিদ, পরোপকারী। গরীব দুঃখী মানুষের একজন আস্থাভাজন ব্যক্তি। সরিষাবাড়ীতে সময়োপযোগী শিক্ষাব্যাবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরীতে অবদান রাখবেন। এ সময় বক্তারা অধ্যক্ষ আব্দুর রশিদের জন্য ট্রাক প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----