রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হোয়াটসঅ্যাপে বিয়ের দাওয়াত, ক্লিক করলেই বিপদ

সংবাদের আলো ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর এই অ্যাপটি কেন্দ্র করেই প্রতারণা করছেন হ্যাকাররা। প্রতিদিন নানান মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় হোয়াটসঅ্যাপে আর এই সুযোগ কাজে লাগাচ্ছে হ্যাকাররা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, প্রায়ই বিভিন্ন মানুষ হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণপত্র পাচ্ছেন। আর সেখানে ক্লিক করলেই বিপদ।  মূলত নিমন্ত্রণপত্রের সঙ্গে একটি লিংক দিয়ে দেন হ্যাকার। মেসেজের শেষে লিংক থাকে। যেখানে লেখা থাকে নিমন্ত্রণপত্র প্রাপ্তির জন্য এই লিঙ্কে ক্লিক করুন। আর আগ্রহ থেকে ক্লিক করলেই বিপাকে পড়বেন।

লিংক ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, যেখানে ব্যক্তিগত তথ্য,এমনকি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে জানতে চাওয়া হয়। লিংকে ক্লিক করলেই ফাঁকা হয়ে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ডিজিটাল এই যুগে প্রতারকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করে অর্থ লোপাট করছে। যে ধরনের মেসেজ মানুষকে আকৃষ্ট করে এমন কিছুই সোশ্যাল মিডিয়া ইউজারদের পাঠায় হ্যাকার। সে ধারাবাহিকতায় সাইবার অপরাধীরা এই ধরনের ভুয়া বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে সকলকে বোকা বানিয়ে টাকা নিয়ে নিচ্ছে।

  সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ সাইবার পুলিশ জানিয়েছে এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ তাদের সামনে এসেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদি এই ধরনের কোনও লিংক ফোনে আসে তাহলে কখনও সেগুলোতে ক্লিক করবেন না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----