রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

সংবাদের আলো ডেস্ক:লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে হিজবুল্লাহর যোদ্ধারা। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে না থাকায় সেখান থেকে সরে যায় ইসরায়েলি বাহিনী। খবর, আল জাজিরার প্রতিবেদনের তথ্যানু্যায়ী, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, তায়ারের আল-বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাংকের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে। সেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দফতর অবস্থিত তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরেই গুরত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল। কিন্তু আজকে ট্যাংক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়। উল্লেখ্য, স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে লেবাননে। তায়ারসহ রাজধানী বৈরুত লক্ষ্য করে বিশাল হামলা চালিয়েছে তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----