রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা; দুর্ঘটনা নাকি হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে দুর্ঘটনা কবলিত গাড়ীতে হাসনাত ও সারজিস কেউ ছিলেন না। বুধবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এটি নিছক দুর্ঘটনা নাকি হত্যা চেষ্টা তা নিয়ে নানা ধরণের আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।’ জানা গেছে, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----