সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাওর পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও গো-খাদ্য বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় পিপলস ওরিয়েন্টেড প্রোগাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর বাস্তবায়নে গো খাদ্য ও শুকনো খাবার রাখার ড্রাম বিতরণ করা হয়।

বুধবার(২৬ জুন) দুপুরে খালিয়াজুরী কলেজ মাঠ চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আবু ইসহাক। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পপির উপপরিচালক খলিলুর রহমান, এল সি আর প্রকল্পের ফিল্ড অফিসার মশিউর রহমান, এস আর এস পি প্রকল্পের সুপারভাইজার মহিবুর রহমান খান, ইউ পি সদস্য ফকরুল আলম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহেরা খাতুন সহ প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্যে উপ পরিচালক খলিলুর রহমান বলেন, খালিয়াজুরী সদর ইউনিয়ন ও চাকুয়া ইউনিয়নে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম কার্যক্রম হিসেবে (SRSP) কর্মসূচীর আওতায় খালিয়াজুড়ি সদর ইউনিয়ন ও চাকুয়া ইউনিয়নে ২২১৮ টি পরিবারকে গোখাদ্যের ২৫ কেজির ২ টি করে বস্তা ও একটি করে প্লাস্টিকের ড্রাম বিতরন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর সহযোগিতায় পিপলস ওরিয়েন্টেড প্রোগাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর উদ্যোগে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ১৪০৭ টি পরিবারের মাঝে গবাদি পশুর দানাদার খাদ্য বিতরণ করে সংস্থাটি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়