রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

হত্যা মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মমিন মন্ডলের এপিএস সেলিম গ্রেপ্তার

উজ্জ্বল অধিকারী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে তিনজন নিহতের ঘটনায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলের এপিএস সেলিম সরকারকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ এ তথ্য জানান।

গ্রেপ্তার সেলিম সরকার (৪৬) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকার আব্দুর রাজ্জাক সরকারের ছেলে। ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে নারায়নগঞ্জের গাবতলী উপজেলার উত্তর মাসদাইর এলাকার ড্রিম কনভেনশন হল এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

এম. আবুল হাশেম সবুজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগষ্ট দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে আন্দোলনকারীরা মিছিল বের করেন। প্রতিপক্ষের গুলিতে সেই মিছিলে থাকা শিক্ষার্থী শিহাব, সিয়াম ও ব্যবসায়ী ইয়াহিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় এনায়েতপুর থানায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার সেলিম সরকার এসব হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।

ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। র‌্যাব-১২, র‌্যাব-১১ ও সিপিসি-১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়