বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্টেডিয়াম করবে গার্মেন্টস করবে, কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি মমিন মন্ডল – স্বতন্ত্র প্রার্থী লতিফ বিশ্বাস

উজ্জ্বল অধিকারী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল তার সময়কালে নির্বাচনী জনসভায় গার্মেন্টস করবে, স্টেডিয়াম করবে বলে অনেক প্রতিশ্রুতি দিলেও কোনটিও বাস্তবায়ন করেনি। বিগত দিনে তার আমল এবং তার বাবার আমলে বেলকুচি-চৌহালী আসনে দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। দশ বছরে সিরাজগঞ্জ-৫ আসন উন্নয়নে পিছিয়ে গেছে, যেটুকু উন্নয়ন হয়েছে তা আমার আমলেই হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বেলকুচি পৌর এলাকার শেরনগর নতুনপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নির্বাচনি জনসভায় অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে ঈগল পাখির সমর্থকগণ মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন, জনসভা স্থল স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দিয়ে মাঠ ভরে যায়। জনসভায় বক্তারা বলেন উন্নয়ন বঞ্চিত সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের ঈগল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

উক্ত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি মীর্জা শরিফুল ইসলাম, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়