শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে ২টি উপজেলায় ভোট গ্রহণ চলছে

উজ্জ্বল অধিকারী: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও তাড়াশ এ দুইটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে।  মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত ।  সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি  বাড়বে বলে জানিয়েছেন সংশিষ্টরা। এ নির্বাচনে দুইটি উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

জেলার দুইটি উপজেলায় মোট ২১৫টি ভোটকেন্দ্রে ভোটাররা একযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে উল্লাপাড়া উপজেলায় ৪ লাখ ৫০ হাজার ও তাড়াশ উপজেলায় ১ লাখ ৫৮ হাজার ৬২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখন পর্যন্ত কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই। রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায় জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে  ম্যাজিস্ট্রেট, নিবার্হী ম্যাজিস্ট্রট, পুলিশ, বিজিবি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেকটাই ভালো রয়েছে বলে, জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----