শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

উজ্জ্বল অধিকারী: বৈষম্য মুক্ত বাংলাদেশ পুলিশ গঠনে ১১ দফা দাবিতে কর্মবিরতি রেখে সিরাজগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ পুলিশ লাইনে জেলায় সহকারী পরিদর্শক (এসআই) সহকারী উপ পরিদর্শক (এএসআই) ও কনস্টেবলরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন এসআই শাহিন মাহমুদ, এসআই ইয়ামিন সরকার ও এএসআই জাহিদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, ‘স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার, যে রংয়ের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত নতুন একই ড্রেসকোড প্রদান, সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, যে সব পুলিশ অফিসারের কারণে পুলিশ সদস্য ও ছাত্র-জনতার মৃত্যু হয়েছে সে সকল পুলিশ অফিসারদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবিসহ ১১ দফা দাবি বাস্তবায়ন পূর্বক গেজেট আকারে প্রকাশ করতে হবে।অন্যস্থায় কর্মবিরতি কর্মসূচি পালন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়