সিরাজগঞ্জে ( সিল-২ ) চাকুরি জাতীয়করণে দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
উজ্জ্বল অধিকারী: প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের কমিউনিটি এক্সটেনশন এজেন্ট ফর লাইভস্টক ( সিল-২ ) এর বাংলাদেশ সিল ঐক্য পরিষদ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মানববন্ধনে বাংলাদেশ সিল ঐক্য পরিষদ সিরাজগঞ্জ শাখার সভাপতি মোঃ হাসানুর রহমানে সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সময় বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ( এনএটিপি ) সিল-২ প্রকল্পে চাকরি করে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদেরকে আমরা সেবা প্রদান করে থাকি। যার ফলে প্রতিটি খামারি মাংশ, দুগ্ধ ও ডিম উৎপাদন করে আমিষের চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করি। এমনকি আমাদের এ কার্যক্রমে জাতিসংঘ কর্তৃক বারবার প্রশংসিত হয়েছে প্রাণীসম্পদ অধিদপ্তর । কিন্তু বিগত সময়ে আমরা চাকুরীতে অনেক বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করিতেছি। বর্তমান দেশে চাকরিতে বৈষম্যহীন ভাবে চাকুরী জাতীয়করণ করে এনএটিপি-২ প্রকল্প এর আওয়াতাধীন সারা বাংলাদেশের ২৬৮১ জনকে রাজস্ব খাতে অন্তভূক্ত করার জন্য দাবী জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,বাংলাদেশ সিল ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ মল্লিক, কার্যকরী সদস্য সহ প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।