বুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে রাস্তার পাশের ঝোপ থেকে ৫ দিন ধরে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) দুপুরের দিকে সিরাজগঞ্জ-ধানগড়া আঞ্চলিক সড়কে সদরে উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া গ্রাম থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আলোকদিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছের গোড়ায় ঝোপঝাড়ের মধ্যে তিন-চারদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। জেলা শহর থেকে রায়গঞ্জ উপজেলাগামী জনবহুল এই সড়কে যাতায়াতের সময় বিষয়টি টের পায় যাত্রীরা। বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসিবুল্লাহ বলেন, আলোকদিয়া এলাকায় রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে গায়ে লুঙ্গি পড়া থেকে বোঝা যায় নিহত ব্যক্তি একজন পুরুষ। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়